আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক, গোপালগঞ্জ পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।