গোপালগঞ্জ প্রতিনিধি: চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং রোগী বাগিয়ে নিয়ে যাওয়া দালালদের ধরতে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়েছে মেডিকেল প্রশাসন ও জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জনকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতোশ বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিপা বেপারি, মেডিকেল অফিসার এসএম সাকিবুর হাসান প্রমুখ।
গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, হাসপাতালে ঢুকে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকের কর্মচারী ও দালালেরা রোগীদের ভাগিয়ে নিয়ে যায় ।