অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মনজুরুল হক লাভলু আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ।শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির জনকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন । এসময় তার সঙ্গে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক বি এম ফোরকান আলী সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।