কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ:
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মুশুরিয়া হলরুম সভাকক্ষে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও সোস্যাল হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট এ-র সহযোগিতায় এবং মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এ-র বাস্তবায়নে অংশগ্রহণ করেন
স্থানীয় প্রশাসন, বিশ্বাসী নেতা,সাংবাদিক,আইন প্রয়োগকারী এবং সম্প্রদায়ের অভিজ্ঞ ব্যক্তি।
মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার রিপন অধিকারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মোঃ মামুনুর রশীদ, শিক্ষক বংকিম চন্দ্র অধিকারী, মাই টিভির কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ প্রিন্স টনি ভদ্র, উওম অধিকারী, গৌতম মুন্সি সহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহের কারন, বাল্য বিবাহের কুফল ও বাল্য বিবাহ রোধে করনীয় সম্পর্কের দিকনির্দেশনা তুলে ধরেন।