কোটালীপাড়ায় পিতা কে হত্যার উদ্দেশ্য পরিকল্পনা কারি ছেলে উজ্জ্বল দাস ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী সহ গ্রেফতার চার জন।
পুলিশ জানায় উপজেলার ডহর পাড়া গ্রামের ব্যবসায়ী বিমল দাস কে তার ছেলে উজ্জ্বল দাস (৩২) পিতা কে হত্যার উদ্দেশ্য একাধিক সন্ত্রাসী কে ভাড়া করে!
গতকাল ৫ ই অক্টোবর বুধবার উজ্জ্বল দাস তার পিতা কে হত্যার উদ্দেশ্য টাকার বিনিময় খুনিদের নিয়ে কোটালীপাড়া পৌর মার্কেটে জড় করে পরিকল্পনা করার সময় পুলিশের হাতে আটক হয়।
পুলিশ থানায় নিয়ে আসামীদের কে জিজ্ঞাসা করলে তারা পুলিশের কাছে সত্যতা স্বীকার করে।
ছেলে উজ্জ্বল দাস এর আগে গত ১৮ সেপ্টেম্বরে রাতে ঘুমন্ত অবস্থায় ভাড়াটিয়া খুনিদের নিয়ে পিতা বিমল দাস কে হত্যার উদ্দেশ্য ফুল কুচি দিয়ে বুকে আঘাত করে কিন্তু সে যাত্রায় অল্পের জন্য প্রানে বেচে যায় পিতা বিমল দাস (৬০)!
গ্রেপ্তারের কৃতরা হলো ১। ছেলে উজ্জ্বল দাস (৩২) ২। উপজেলার পচ্শিম খয়খা গ্রামের রিয়াজুর খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার (২৭).নিখিল দাসের ছেলে সুজন দাস (২৫)ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (২৪)
এসময় অন্তত ১২ থেকে ১৩ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় পুলিশ।
এ ব্যাপরে বিমল দাসের ছোট ভাই কাল চাঁদ দাস বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দুজন কে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।