কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কুল পরিচালনার জন্য তহবিল সংগ্রহের কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা দীর্ঘদিন থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ শান্তিকুটির মিশন প্রাঙ্গনে Community Engagement Program for Sustainable Education (CEPSE) কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ফর সাসটেইননেবল এডুকেশন প্রোগ্রামের আওতায় স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করে স্কুল পরিচালনার জন্য তহবিল সংগ্রহের কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার জেভিয়ার বিশ্বাস এর পরিচালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ০৬ টি স্কুল ঢাকা আউটফল তেলেগু কমিউনিটি, বিতান শিশু নিকেতন, আলোকিত প্রাথমিক বিদ্যালয়, বুরুয়াবাড়ি মিশন প্রাথমিক বিদ্যালয়, পাখর প্রাইমারী বাইবেল স্কুল এবং স্বাদ্ধী মাদার তেরেজা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষকগণ, স্কুল কমিটির সদস্য এবং স্থানীয় চার্চ প্রতিনিধীগণ। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস তমাল হালদার, ব্রাঞ্চ ম্যানেজার জেমস হেবল বাড়ৈ এবং প্রোগ্রাম অফিসার জেভিয়ার বিশ্বাস তহবিল সংগ্রহের কৌশল এবং কিভাবে স্থানীয় ভাবে কমিউনিটি কে সম্পৃক্ত করে স্কুল পরিচালনা করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।