বিয়ের এক বছরের মাথায় লাশ হলো গৃহ বধু ফাহিমা! ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আজ ১৯ শে মে বৃহস্পতিবার সকালে শশুর বাড়ী থেকে ফাহিমার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বর্ষা পাড়া গ্রামের জাহিদুল বিশ্বাসের মেয়ে ফাহিমা (১৮) একই উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃতঃ মোস্তফা তাঁজের ছেলে নয়ন তাঁজ (২৬) এর সঙ্গে এক বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফাহিমা ও নয়নের দাম্পত্য জীবন সুখের হলে ও আজ হতে হলো লাশ? ফাহিমার পরিবারের দাবী ফাহিমা কে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে ওর শশুর বাড়ীর লোক জন। গৃহ বধুর স্বামী নয়ন তাঁজ জানায় আজ সকালে তার এক আত্নীয় এসেছে বাড়ীতে তাকে চা- নাস্তা দিতে বলে আমি জমিতে ধান কাটতে চলে যাই। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই ঘরের ভিতর লাশ ঝুলতে দেখে আমাকে ফোন দেয়। আমি এসে দেখি স্ত্রী ফাহিমার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কোটালীপাড়া থানার এস আই আব্দুল করিম বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসলে আইনি ব্যবস্থা নিব। তবে আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে।