রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামের ৭বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার সরদারপাড়া গ্রামের মোঃ জালাল হোসেন এর  ৭ বছরের ছেলে আজ পানিতে ডু্বে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন  ) । জানা যায় আজ আসরের পর তাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন বাড়ির সামনে খালের পানিতে অনেক খোজাখুজি করে মাগরিবের  পর খালের ভিতর মৃত্য অবস্থায়   পাওয়া যায় । তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে । সকলের  ধারনা হয়তবা উচু রাস্তা থেকে পরার সময় খালের পাড়ে পায়েলিং এর সহিত আঘাত প্রাপ্ত হয়ে পানিতে পড়ে  তার মৃত্যু হয়েছে ।মোঃ জালাল হোসেন এর  ২ মেয়ে ১ ছেলে ।  একমাত্র ছেলে পানিতে পড়ে মৃত্যু হওয়ায় শোকে কাতর তার পরিবার । আগামী কাল সকাল সারে ছয়টায়  তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর