রাস্তার উপর ধান মাড়াই , ধান শুকানো , খর শুকানো , গাছের গুড়ি , নির্মান সামগ্রী সহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সকল প্রকার কার্যকলাপ থেকে বিরত থাকার কথা বলেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক । ইদানিং এহেনও কার্য কলাপে ভয়াবহ দূর্ঘটনা সৃষ্টি হচ্ছে এবং ঝড়ে যাচ্ছে অনেক তরতাজা প্রাণ । সর্বশান্ত হচ্ছে অনেকে । তাই এহেন কর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে । এই আদেশ অমান্য কারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন ।