কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমুঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন কেরানীগঞ্জের জাকির আহমেদ। ১৩ মে (শনিবার) শিশু কিশোর পরিষদের দপ্তর সম্পাদক সজল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এর
সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে এক সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটিতে চারজনকে সাংগঠনিক সম্পাদক পদে অনুমোদন দেয়া হয়। তারমধ্যে ঢাকা বিভাগে জাকির আহমেদ, চট্টগ্রাম বিভাগে আব্দুল্লাহ আল মামুন নিশাত, সিলেট বিভাগে মিজানুর রহমান (মিয়াভাই), মেঘনা বিভাগে জুবায়ের আলম হীরা। এ সম্পর্কে জাকির আহমেদ এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই সংগঠন
আমার প্রাণের স্পন্দন। ছোটবেলা অর্থাৎ স্কুল জীবন থেকে ২৭ বছর ধরেই আমি এই সংগঠনে আছি। এই সংগঠন আমার জীবনের প্রথম সংগঠন। এই সংগঠনটি আসলে একটি শিক্ষনীয় সংগঠন। আমরা কিভাবে মানুষের সেবা করব, ক্রীড়া সাংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়া যায়। একজন আদর্শবান নেতা হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার এই সংগঠন থেকেই জানা ও শেখা যায়। আসলেই আমি এই সংগঠনকে ওউন করি। এই সংগঠনে প্রথমে আমি সদস্য হিসেবে কাজ
শুরু করি এরপর কেরানীগঞ্জ উপজেলার সভাপতি, তারপর ঢাকা জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এর দায়িত্বে ছিলাম। এখন আমাকে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে ধন্যবাদ জানাই। জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্ল্যা এবং জননেতা নসরুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।