র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র্যাব জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রতারণা ও ধর্ষণের মত ঘৃন্য অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৫ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ধর্ষণ মামলার পলাতক আসামী ধর্ষক মোঃ আরিফ (২৩), পিতা- জালিল মোল্লা, সাং- পান্তাপাড়া, থানা- ডাসার, জেলা- মাদারীপুর, এ/পি- বাড়ি নং-৭৭/৪ দক্ষিন সায়দাবাদ, থানা-যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।