প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২১ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯,০০,০০০/- (ঊনত্রিশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ইওকো ফুড এন্ড এগ্রো লিমিটেডকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, জামাল ফুড প্রোডাক্টসকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মেসার্স মাহিন (রামাই) পেইন্ট এন্ড বার্নিশকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, আপন গুড ফুড লিমিটেডকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, চাঁদনী ক্যাবল কোঃকে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, আয়শা ইলেকট্রিক্যাল ইন্ডাষ্ট্রিজকে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, এস কে ক্যাবল্সকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মামা ভাগিনা ইন্ডাষ্ট্রিজকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ফ্রেশকো কসমেটিক্সকে নগদ- ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, ভূইয়া হারবাল কোম্পানী লিমিটেডকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মা কোপার ওয়ার লিমিটেডকে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ডি এন ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে নগদ – ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত ০১ লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক ফ্যান, রাসায়নিক পদার্থ, প্রসাধনী ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।