মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

গতকাল ২৭ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহেল রানা @ চঞ্চল (২০), ২। মোঃ আরিফ (১৯) ও ৩। মোঃ হৃদয় (১৯) বলে জানায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু ও ০২ টি চাকু জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর