গতকাল ০৬/০৭/২০২৩ ইং তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শফিকুর রহমান মাতব্বর @ শফিকুর রহমান ভূইয়া (৫৩), পিতা- মৃত হাজী নাজির উদ্দিন, সাং- রুপসী (কাহিনা), ০২নং ওয়ার্ড (তারাবো পৌরসভা), থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ- ১২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের সংগ্রহ করে নারায়ণগঞ্জের রুপগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মদক মামলা রুজু করা হয়েছে।