মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামপুর এলাকা হতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দীর্ঘদিন পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২২ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন ফরিদাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মানবতাবিরোধী অপরাধে কমপ্লেইন রেজিষ্টার ক্রমিক নং-৪৪, তারিখ ১৬/১১/২০১৪ খ্রিঃ ও বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ এর মামলা নং ০২/২০২২ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫), পিতা- মৃত আব্দুল হান্নান মিয়া @ চোনা মোল্যা, সাং- সাধুহাটি, থানা- কাশিয়ানী, সাবেক মহকুমা বর্তমান জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর