শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর লালবাগ ও গেন্ডারিয়া এলাকা হতে ০২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

গতকাল ২৪ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ দেলোয়ার হোসেন @ দেলোয়ার (৫৩)’কে গ্রেফতার করে।

এছাড়া একই তারিখ আনুমানিক ২৩:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন সতীষ সরকার রোড, বড়ইতলা মাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক ০১ বছরের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ আনোয়ার হোসেন (৫২)’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৫০০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর