র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ১৭:৩০ ঘটিকা হতে ১৮:৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন জিনজিরা এলাকায় ও মোহাম্মদপুর থানাধীন ০১ নং গলি ময়ুর ভীলা রেলস্টোর এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহীর শাহ্মখদুম থানার মামলা নং-০১ তারিখ-০৬/০২/২০২২ খ্রিঃ; ধারা-দন্ডবিধি আইনের ৪২০/৪০৬/১০৯/৩৪। উক্ত প্রতারণা মামলার মূলহোতা মোঃ সোহেল রানা (৪৫), পিতা-মৃত মহরম মিয়া, সাং-নিশ্চিন্তপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর, এ/পি-বছিলা, মোহাম্মদপুর, থানা-মোহাম্মদপুর, ঢাকা ও তার সহযোগী ১। মোঃ তৈয়ব আলী খাঁ (৬০), পিতা-মৃত তিনা খাঁ, ২। মোঃ লিটন খাঁ (২৫), পিতা-মোঃ তৈয়ব আলী খাঁ, ৩। মোছাঃ জিয়াসমিন (৪০), স্বামী-মোঃ সোহেল মিয়া, পিতা-মোঃ তৈয়ব আলী খাঁ, সর্বসাং-চরবাচাঁমড়া, বাবলাতলা, থানা-শীবচর, জেলা-মাদারীপুর, সর্বএ/পি-জিনজিরা, বোরহানিবাগ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা’দের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা মামলা রুজুর বিষয়টি জানতে পেরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।