গতকাল ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকা র্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) বোতল দেশী মদ ও ০২ (দুই) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তোতা মিয়া (৩৮), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-নেমতারা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর, বর্তমান ঠিকানা-পোস্তগোলা বাজার গলি, থানা-শ্যামপুর, ঢাকা ও ২। মোঃ সোহেল (৩১), পিতা- মোঃ আবজাল, সাং- শমশের আলী আকনকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, বর্তমান ঠিকানা-পাগলা শাহী বাজার, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ বলে যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ২৫,৫০০/- (পচিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ আনুমানিক রাত ২১:৪৫ ঘটিকা র্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন পাড়াডগাইর আল-আমিন রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রাজিব মিয়া (২০) ও ২। মোঃ সজিব (২১), উভয় পিতা- মৃত শরিফ মিয়া, উভয় সাং- ভগিরথপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, বর্তমান ঠিকানা- আল-আমিন রোড, পাড়াডগাইর, থানা- ডেমরা, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ডেমরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশী/বিদেশী মদ ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।