শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে জাল নোটসহ ০২ জন গ্রেফতার

সম্পাদক , দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

গতকাল ০২ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পূবালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ০২ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সুমন সিকদার (২৬), পিতা- খলিলুর রহমান সিকদার, সাং- মধ্য ফরিদপুর মুন্সিবাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ও ২। মোঃ নোমান ইসলাম (২৬), পিতা- মৃত তোতা মিয়া, সাং- পশ্চিম ভাতশালা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ২৯টি জাল নোট, ৫০০/- টাকা সমমূল্যের ০৬টি জাল নোট ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর