ঢাকা বাসীকে আশার বানী শুনালেন নবাগত ডিএমপি কমিশনার । যানজটের নগরী কে করবেন যানজট মুক্ত ।
রাজধানীর ট্রাফিক সমস্যা নিঃসন্দেহে আমাদের জন্য সমস্যা বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ঢাকা শহরে ট্রাফিক যানজটের ইস্যুতে স্পট ধরে ধরে সমাধান করা হবে।’
সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রধান সমস্যা নিঃসন্দেহে ট্রাফিক। ক্রমবর্ধমান গাড়ির চাপ, রাস্তার স্বল্পতা এবং জনসংখ্যার চাপ দিন দিন ট্রাফিক কমানো যাচ্ছে না। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা প্রয়োগ করতে চাই। বাস স্টপে এসে বাসগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে, এটি সচেতন করতে হবে। এজন্য চালকদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে নিয়ে কর্মশালা করা হবে। যাতে তারা এই কাজগুলো না করে।’
তিনি বলেন, ‘পথচারী পারাপারের সময় অনেক গাড়ি স্লো হয়ে যানজট হয়ে যায়। অনেক সময় রাস্তার মাঝ দিয়ে নারী-শিশু দৌড়ে পারাপার হয়। আমি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করার পরে প্রথমেই মিটিং করেছি ট্রাফিকের সঙ্গে। ট্রাফিক সমস্যা সমাধানে সবার সহযোগিতা চাই।’
সব উন্নত শহরে ট্রাফিক বাতি রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি করপোরেশনের সঙ্গে আলাপ হয়েছে এবং কো-অর্ডিনেশন কমিটি গঠন হয়েছে। খুব অল্প দিনের ভেতরে ট্রাফিক বাতি চালু করা হবে। যাতে সিগন্যাল বাতি অনুযায়ী ট্রাফিক কার্যক্রম করা যায়। ঢাকা শহরে যে ট্রাফিক সমস্যা তা ট্রাফিক পুলিশ একার পক্ষে সমাধান সম্ভব নয়। ঢাকা শহরে কিছু উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়ন কাজ শেষ হলে অনেকাংশেই ট্রাফিক সমস্যা কমে যাবে। আগে কেউ চিন্তা করতে পারত না এয়ারপোর্ট থেকে ফার্মগেট ১০ মিনিটে আসতে পারবে। এখন তা সম্ভব হচ্ছে।’
হাবিবুর রহমান আরও বলেন, ‘ট্রাফিক পুলিশ যে পরিমাণ কষ্ট করে রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হয়, রমজান মাসেও তারা রাস্তায় হেঁটে হেঁটে ইফতার করে। সেই বাস্তবতাও রয়েছে। খুব অল্প দিনের মধ্যে ট্রাফিক বাতির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা চালু করা হবে।
মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ট্রাফিক যানজটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পট ধরে ধরে সমাধান করা হবে। মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এখনই ট্রাফিকের এডিশনাল কমিশনারকে বলব জায়গাটা টুকে রাখতে। আজকে বিকালে ওই জায়গা এডিসি-এসি ভিজিট করবে এবং রিপোর্ট দেবে। সেখানে কী কী সমস্যা রয়েছে। আগামীকাল থেকে সেটির সমাধান আমি চাই।’