শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

পল্লবী থানার সোর্স লিটন এক হাজার পাঁচশো পিচ ইয়াবা সহ র‍্যাব-৪ এর কাছে গ্রেফতার

সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ র্যব-৪ এর ওয়ারেন্ট অফিসার (ক্রিপ্টো) আনোয়ার হোসেন জানান র্যাব-৪ এর জিডি নং-১১১, ২১/১০/২০২৩ ইং তারিখে রাত অমুনামিক ৯:০০ টায় আমি আমার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময় মিরপুর-১০ নাম্বার গোলচত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি যে পল্লবী থানাধীন সেকশন ১১/এ, এভিনিউ ১/৩, এডিসি নন লোকাল রিলিফ ক্যাম্পের গেটের পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যাবসায়ী অবৈধ মাদকদ্রব ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।বিষয়টি জানামাত্র আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক আইননানুগ ব্যাবস্থা গ্রহনের জন্যে সাথে সাথে ঘটনাস্থলে উপস্তিত হই।র্যাবের উপস্তিতি টের পেয়ে দৌড়ে পালাবার সময়ে সঙ্গীয় র্যাব সদস্যদের সহয়তায় লিটন(৩৪) কে ঘটনাস্থলে আটক করতে সক্ষম হই। উপস্থিত সাক্ষী সহ এলাকার অন্যান্য লোকজনের সামনে ধৃত আসামীকে বিধি মোতাবেক তল্লাশিকালে আসামী লিটন(৩৪) এর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে এক হাজার পাঁচশো পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় চার লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা। অতঃপর আমি ধৃত আসামী সহ আলামত নিজ হেফাজতে নেই।জিজ্ঞাসাবাদে আসামী শিকার করে যে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরের বিভিন্ন এলাকা হতে পাইকারি দরে সংগ্রহ করে এনে ঘটনায়স্থল সহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো।ঘটনায়স্থলে লোকজনের কাছে জানতে গেলে তারা বলেন এই লিটন পল্লবী থানার সোর্সের কাজ করে বিধায় ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলে না।বাধা দিতে গেলে মামলার ভয়ভীতি দেখাতো এই লিটন। র্যাবের ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন বলেন এই ধরণের অভিযান আমরা প্রতিনিয়িত পরিচালনা করি আমরা চাই আমাদের সমাজ মাদক মুক্ত হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর