র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাদবর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৯/৩৪১/৩০২ দন্ড বিধি; হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ১। সুজন (২৪), পিতা-বশির পাটোয়ারী ও ২। মোঃ বশির (৫৫), পিতা-মৃত আবু পাটোয়ারী উভয়ের ঠিকানা থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা’দের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার কমদতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।