বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

কেরানীগঞ্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ

নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে কোন ছাড় নয়ঃ ঢকা পুলিশ সুপার।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ঢাকা জেলা পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবে এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার কেরানীগঞ্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধনও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেব, সামনে নির্বাচন, নির্বাচনে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি কোন প্রার্থী যেনো আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয়, নির্বাচন প্রভাবিত হয় এমন কর্মকান্ডে কাউকে ছাড় দেওয়া হবেন বলেও জানান তিনি।

অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন

অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস আমিনুল ইসলাম,মােবাশশিরা হাবীব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা), ঢাকা ,কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত খালেদুর রহমান,

ইন্সপেক্টর অপারেশন আশিকুর রহমান মুন্সী।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা , ওসি অপারেশন শরজিৎ। সহ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন প্রমুখ

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন

এ ভবনটি নির্মাণের ফলে ঢাকা জেলা পুলিশসহ স্থানীয় পুলিশ নানাভাবে উপকৃত হবে বলে জানান কর্মকর্তারা। এর আগে থানার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন অতিথিরা।

গত এক বছরে থানার উন্নয়ন মূলক কার্যক্রম ও আইন শৃঙ্খলার পরিসংখ্যান

১ “বন্ধন” মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণ ।

২ অফিসার ইনচার্জ এর আফিস রুম সংস্করণ।

৩. থানার মূল ভবনের সৌন্দর্য বর্ধণ।

৪. অফিসার ইনচার্জ এর বাস ভবনের সৌন্দর্য বর্ধণ।

৫, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করণ।

৬. দৃষ্টিনন্দন গােল ঘর নির্মাণ।

৭. আধুনিক ডাইনিং ব্যবস্থা সংস্করণ।

৮, ফোর্সর গোসলখানার সৌন্দর্য বর্ধণ ।

৯, অফিসার ও ফোর্সদের বিশুদ্ধ পানির ব্যবস্থা।

১০, থানা কম্পাউন্ড পাকা করণ।

১১, নারী পুলিশ ব্যারাক সংস্করণ।

১২. মসজিদ টাইলস করার ব্যবস্থা।

১৩, মসজিদ শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা করা।

১৪, থানা কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছেন্ন করণ।

১৫. ডিউটি অফিসারের রুম ও সার্ভিস ডেলিভারী রুম আধুনিকীকরণ।

১৬. বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন।

১৭, থানার বাউন্ডারি পাকাকরণ ও সৌন্দর্য বর্ধন।

১৮. খেলাধুলার জন্য ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ।

১৭. মালখানার হিসাব:

পিআর-৬৫০

খারিজ-৪১০

> মুলতবী-২৪০

১৮. ওয়ারেন্ট;

জিআর-৯৮৮ টি প্রাপ্তি

নিষ্পত্তি-১১৫৫ টি

সিআর-১০৬০ টি

নিষ্পত্তি- ১২২০ টি

সাজা-৪১০ টি

নিঙ্পত্তি-৪৫৫ টি

> মােট ওয়ারেন্ট-২৪৫৮ টি প্রাপ্তি

মােট নিম্পত্তি-২৮৩০ টি

১৯. মামলার হিসাব:

মামলা- ৭৬০ টি রুজু করা হয়

মােট মামলা নিস্পত্তি-৭৭৯ সিএস-৭২৬ টি এফআরটি-৫৩ টি।

২০.ডাকাতি মামলা:

মােট ৯ টি মামলার মধ্যে ৭টি মামলা উৎঘাটন।

২১. পুলিশ ক্লিয়ারেন্স:

> মােট ৪৫০০টি।

(মােহাম্মদ মামুন অর-রশিদ, পিপিএম)

বিপি-

ইন্সপেক্টর (নিরস্র)

অফিসার ইনচার্জ

কেরাণীগঞ্জ মডেল থানা,ঢাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর