গতকাল ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মেডিকেল রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,২০,০০০/-(একলক্ষ বিশ হাজার) টাকা মূল্যমানের ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫), পিতা-মৃত রমজান আলী,সাং-শিমুলকান্দি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ হারুন (৫৫), পিতা-মৃত মন্নাফ মল্লিক, সাং-বান্দ রোড, হিজলতলা মৌলবীরহাট, থানা-বন্দর, বিএমপি, বরিশাল।
এছাড়া গতকাল ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিটাক এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ সোহেল (২১), পিতা- আক্তার হোসেন বেগম, সাং- পাইকপাড়া, থানা ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর কদমতলী ও তেজগাঁও এলাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।