বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে শুভ উদ্বোধন হল ইডেন ,স গার্ডেন স্কুল

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

কেরানীগঞ্জে দক্ষিণ-পূর্ব চড়াইল বায়তুল মা’মুর জামে মসজিদ এর পূর্ব পাশে ,ইডেন’স গার্ডেন  স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ফিতা কাটার মাধ্যমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ বেল্লাল হোসেন খতিব,ও
স্কুলের উদ্বোধন করেন, জিনজিরা এলাকার কৃতি সন্তান, হাজী সাকুর হোসেন সাকু
ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান জিনজিরা ইউনিয়ন পরিষদ।

শুক্রবার বিকাল ৪ টায় দক্ষিণ-পূর্ব চরাইল বায়তুল মা’মুর জামে মসজিদ পূর্ব পাশে।

মোঃ দাদন মাহমুদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত।
জাতীয় এবং ব্যক্তি জীবনে উন্নয়ন ঘটাতে হলে গুণগত শিক্ষার একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে গ্রামের প্রান্তিক জনপদে বসবাসরত মানুষের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মানসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানেরও দরকার আছে।

কেরানীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ওর্য়াড পর্যায়ে এই ধরণের ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এখনো ভাল মানের ফলাফল করছে শিক্ষার্থীরা। এ দেশের অধিকাংশ উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা জাতীয় উন্নয়নে কাজ করছে তাদের মধ্যে বেশির ভাগই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাল ফলাফল করে উঠে এসেছে।

অভিভাবক ও এলাকার সচেতন মহলের সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আগামীতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষার জন্য সুনামধন্য প্রতিষ্ঠানে অধ্যায়ন শেষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাও হতে পারে। তাই সন্তানদের সুশিক্ষা প্রদানের লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম,
হাজী মোস্তাক হোসেন সভাপতি জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ,
আজাদ উল্লাহ আজাদ সাধারণ সম্পাদক জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ,
মোহাম্মদ ফরিদ ক্রীড়া বিষয় সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ,
মোঃ দাদন মাহমুদ সদস্য দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ,
মোঃ মালেক সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ,
মোঃ মোবারক সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মোঃ নুর ইসলাম জজ মিয়া, মোঃ রজ্জব, মোঃ জুয়েল ,
ইডেন ,স গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না ইসলাম সহ স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এই সময় তবারক হিসেবে মিষ্টি নিমকি বিতরণ করা হয়,প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর