এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৯৪,৫০০/- (তিনলক্ষ চুরানব্বই হাজার পাচঁশত) টাকা মূল্য মানের ১৩১৫ (এক হাজার তিনশত পনেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ছাবেকুন নাহার (৩৬), পিতা- আব্দুল হাকিম, সাং-গোদার বিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ছাবেকুন নাহার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।