এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝরাত ০৩.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৫,৩৬,০০০/- (পনের লক্ষ ছত্রিশ হাজার) টাকা মূল্য মানের ৫,১২০ (পাঁচ হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজিজুর মোল্লা (৫২), পিতা- মৃত ওয়াজেদ আলী মোল্লা, সাং- দক্ষিণ শ্রীরামপুর, চাড়াভিটা, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।