সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

ঢাকা ৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপুর , গণসংযোগ

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রচারণায় মাঠে ময়দানে ,পাড়া-মহল্লাসহ ব্যবসায়ী এলাকা চৌষে বেরাচ্ছে ঢাকা ৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী নসরুল হামির বিপু। বিকেলে দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকা আগানগর ও কালিগঞ্জ গার্মেন্টস মার্কেট এলাকায় নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

নৌকায় ভোট চান গত তিনবারের নির্বাচিত এই সংসদ সদস্য। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতেভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করেন এই প্রার্থী। তিনি আরো বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসীদরা ভোটারদের মাঝে নানা বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। তাই আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রতিহত করার আহ্বান করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশি,
দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগনগর ইউনিয়নের সভাপতি, মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ,
কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর, সভাপতি হাজী স্বাধীন শেখ, সাধারণ সম্পাদক হাজী মুসলিম ডালী,
গুদারাঘাট আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর