বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে দেওশুর এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু। কেরাণীগঞ্জ উপজেলার মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের দেওশুর এলাকায় স্থাণীয় দুষ্ট প্রকৃতির লোক রফিক (৫০),সবুজ (৪০),মিজান (৩৮)সহ অজ্ঞতনামা আরো ৭/৮ জনেরর বিরুদ্ধে চাঁদাবাজের অভিযেগ এনে এক বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। গত কাল বুধবার বিকেলে কালিন্দী ইউনিয়নের দেওশুর এলাকায় এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় দেওশুর এলাকাসহ মক্কানগর, মদিনানগরের শত শত নর নারী। স্থাণীয় ব্যাবসায়ী মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, এলাকার সুয়ারেজ লাইন করার জন্য তারা কাজ শুরু করিলে চাঁদাবাজ রফিক তার মুঠো ফোনে দশ লাখ টাকা চাঁদাদাবী করে। তিনি আরো বলেন সবুজ,মিনার তার সহযোগী। এলাকার উন্নয়নে বাধাঁ স্বরুপ। কোথায়ও খালি বা ফাঁকা জায়গা থাকলে তারা দখল করে নেয়, পরে টাকার বিনিময় তারা মিমাংশায় করে নেয়। আমরা এলাকাবাসী তার কাছে জিম্মি হয়ে পরেছি। তার থেকে বাঁচার জন্য আমরা এলাকাবাসী ঊর্ধতম সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের দৃষ্ঠি আর্কষণ করছি। এই বিষয়ে কথা বললে অভিযুক্ত রফিক তিনি জানান, এটা আমার এলাকা নয়। আমি বছরেও এই এলাকায় যাই না। আমার উপর আনিত অভিযোগ সত্য নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর