কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ
কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে আদালতের অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা দ্রæত বাস্তবায়নের জন্য আদালত কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এতে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মুন্সি আশিকুর রহমান অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেরানীগঞ্জ প্রেসক্লাবে নতুন করে কোন প্রকার নির্বাচন করা যাবে না মর্মে মামলার বিবাদী শফিক চৌধুরী গংদের নোটিশ প্রদান করেছেন। কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী নির্বাচন অবৈধ ঘোষণা এবং সংবিধান পরিপন্থী নতুন করে কোন নির্বাচন যাতে না হতে পারে এ বিষয় নিষেধাজ্ঞা চেয়ে ৩২৬/১৬ নং মামলা দীর্ঘদিন আদালতে পরিচালনার পর মামলার বাদী সভাপতি মজিবুর রহমানকে কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের মোতাবেক ১২এর (জ) দ্বারা প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করার আদেশও প্রেরণ করেন।