মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন

রাজধানীর কদমতলী এলাকা হতে অবৈধভাবে চাঁদাবাজী করাকালীন কিশোর গ্যাং চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় বসবাসকারী সাজেদা বেগম (৪৫), পিতা-সিরাজুল ইসলাম। সে দীর্ঘদিন যাবৎ উল্লেখিত এলাকায় বসবাস করে আসছে। সাজেদা তার বাড়ীর ভাড়াটিয়াদের নিকট হতে প্রাপ্ত অর্থে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০২/১১/২০২৩ খ্রিঃ তারিখ বিকালে ১৩-১৪ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা সাজেদার বাড়ীতে এসে সাজেদার নিকট নগদ-২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে। সাজেদা উক্ত চাঁদা দিতে অপারগতা এবং অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা সাজেদাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন করে চলে যায়। পরবর্তীতে গতকাল ০৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ রাতে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা পুনরায় সাজেদার বাসায় এসে তাদের দাবীকৃত চাঁদা প্রদানের জন্য চাপ প্রয়োগ করে এবং সাজেদা ও তার বাড়ীর ভাড়াটিয়াসহ সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সাজেদা কিশোর গ্যাংয়ের সদসদের চাঁদা দিতে অপারগতা এবং অস্বীকৃতি জানিয়ে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ কর। অতঃপর কিশোর গ্যাংয়ের সদস্যরা সাজেদাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধনের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে সাজেদা বেগমের নিকট অবৈধভাবে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি প্রদর্শনকারী কিশোর গ্যাং চক্রটির ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম ১। আল আমিন (১৯), ২। মোঃ মুজাহিদ হোসেন @ রনি (১৮), ৩। মোঃ আব্দুর রহমান (২৩), ৪। মোঃ মেহেদী হাসান @ হৃদয় (১৮), ৫। মোঃ আহাদুর রহমান @ জয় (১৮) ও ৬। মোঃ তানজিন হোসেন (১৮) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা ভিকটিম সাজেদা বেগমের নিকট হতে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি প্রদর্শনের কথা স্বীকার করে। এছাড়াও উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর