মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বোঝাই একটি ট্রাক জব্দ

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিগত ২১.০৪.২০২৪ তারিখে দিবাগত রাতে অর্থাৎ ২২.০৪.২০২৪ তারিখে প্রথম প্রহরে রাত ১:৪৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি বোঝাই একটি ট্রাকে অভিযান চালানো হয়। অভিযানে ১২ কার্টন (আনুমানিক ২৫০ কেজি) জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। সংশ্লিষ্ট দুইজনকে আটক করে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর আওতায় দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন জনাব সেলিম রেজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, কেরানীগঞ্জ। অভিযানে সহায়তা প্রদান করেন কোস্টগার্ড বাংলাদেশ এবং কেরানীগঞ্জ দক্ষিন থানা। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করেছেন জনাব মোঃ আবু রিয়াদ, উপজেলা নির্বাহী অফিসার, কেরানীগঞ্জ। জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর