রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

দুইটি পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা ও ৫২৬৪ পিস ইয়াবাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত কভারড ভ্যান জব্দ

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জুন ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক সকাল ০৭:৪০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে আগত মালবাহী কভার ভ্যানে করে পলিপ্রোপিলিন (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসছে। অতঃপর উক্ত মালবাহী কভারড ভ্যানটি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় পৌঁছালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল মালবাহী কভার ভ্যানটি থামায় এবং কভার ভ্যানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের কভার ভ্যানে মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে উক্ত কভার ভ্যানে তল্লাশী চালিয়ে আসামীদের দেখানো মতে আনুমানিক ৮,৪০,০০০/- (আট লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ২৮ (আটাশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ ইব্রাহিম শেখ (৩২), পিতা-মোঃ ওবায়দুল শেখ, সাং-উদয়পুর, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, ২। শেখ হৃদয় হাসান (২৪), পিতা-শেখ রাজ্জাক আলী, সাং-রহিমাবাদ, যাত্রাপুর বাজার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট ও ৩। মোঃ হেলাল উদ্দিন (২১), পিতা-খলিল হাওলাদার, সাং-রহিমাবাদ, যাত্রাপুর বাজার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কভার ভ্যান জব্দ এবং ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৯,৪৫০/- (নয় হাজার চারশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গতকাল ০৯ জুন ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক দুপুর ১২:৪০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে মাদারীপুরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় গত ০৯/০৬/২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১:৫০ ঘটিকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আনুমানিক ১৫,৭৯,২০০/- (পনের লক্ষ ঊনাশি হাজার দুইশত) টাকা মূল্যমানের ৫,২৬৪/- (পাঁচ হাজার দুইশত চৌষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহিম (৬৫), পিতা-মৃত আব্দুল মাবুদ, সাং-লাখেড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মোঃ আব্দুর রহিমের নামে রংপুরের কোতয়ালী ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ০২টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর