১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গতকাল ২৩ জুন ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম ১। নান্নু সরদার (৫৩), পিতা- মৃত হারুন সরদার, সাং- কাজীর চর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, ২। মোঃ রাজু আহমেদ (৫০), পিতা- আলাব আকন, সাং- পশ্চিম রতনপুর, থানা- কাজীরহাট, জেলা- বরিশাল, ৩। মোঃ হানিফ (৫০), পিতা- মৃত আব্দুল গনি সিকদার, সাং- চরবাহাদুরপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, ৪। মোঃ হুমায়ুন (৪১), পিতা- আলাবক্স আকন, সাং- পশ্চিম রতনপুর, থানা- কাজীরহাট, জেলা- বরিশাল, ৫। মোঃ তাহিরুল (৩৮), পিতা- মৃত তালেব, মাতা- মৃত তাহেরা, সাং- দোরা মিঠাপুর, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর, ৬। মোঃ রেজাউল করিম (৩২), পিতা- মৃত মজিবর রহমান, সাং-লক্ষনপুর, থানা-সৈয়দপুর, জেলা-নিলফামারী বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি বাটযুক্ত লম্বা ছুরি, ০১টি কুড়াল. ০১ টি চাপাতি উদ্ধার করা হয়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি ও ডাকাতি করে আসছিল।
৪। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।