রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

এরই ধারাবাহিকতায় গতকাল ০২ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফাড়ীয়া গার্মেন্টস মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মামলা নং-২৬, তারিখ-২৩/০৬/২০২৪ খ্রিঃ, ধারা ৯(১)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি সোহান শেখ (৩৭), পিতা-লিয়া শেখ, সাং-আলগাদিয়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ভিকটিম মহিলাকে ধর্ষণের কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ফরিদপুর,ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর