গতকাল ১০ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১২.১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলুদিয়া বাজার ব্রীজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,০২,০০০/-(এক লক্ষ দুই হাজার) টাকা মূল্যের ৩৪০ (তিনশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আশিকুল ইসলাম @ রাকিব (৩২), পিতা- মোকছেদ বেপারী, মাতা- মাকসুদা আক্তার, সাং- জাহানাবাদ, ইউপি-বাঘড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট থেকে নগদ- ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।