আতিকুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা কাওরান বাজারের রাশেদ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন কলাবাগান থানা ছাত্রদলের সদস্যসচিব রবিন ইসলাম বকাউল,সিঃ যুগ্ন-আহ্বায়ক ইয়াসিন আরাফাত,যুগ্ন আহ্বায়ক ফাহিন রেজা অনয় ও ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য রিফাতসহ আরো বেশকয়েকজন। ভুক্তভোগী ঐ ব্যবসায়ী জানান তিনি আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসা নিতে গেলে বকাউল,ইয়াসিন,অনয়,রিফাতরা তাকে ঘিরে ফেলে ও কোমরের বেল্টে ধরে তাকে রিক্সায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।সেখানে তার কাছে ৫০ লক্ষ্য টাকা দাবি করেন।তিনি এত টাকা দিতে অস্বীকার করলে তাকে দেশীয় অস্ত্র এবং রড দিয়ে বেধড়ক মার শুরু করে তারা।এক সময় ওই ব্যবসায়ীকে থানার কথা বলে আরেকটি গোপান জায়গায় নিয়ে গিয়ে ২ লক্ষ টাকা আদায় করে বলে জানা যায়। এমনিতে অসুস্থ থাকার পরও তাকে আবার মারধর করার কারনে ওই ব্যবসায়ী মানুষিকভাবে ভেঙ্গে পরেন। তিনি প্রশাসনের নিকট এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া ও ছাত্রদলের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দকে এই ব্যপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।