রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

-পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী আমিনুল (৩৯)’কে গ্রেফতার করেছে  র‌্যাব-০৪ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

গত ০৬ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে সকাল আনুমানিক ঐদিন সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ি সাকিনস্থ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর ভিতরে থাকা কারাবন্দিরা মিলে পরস্পর যোগসাজেসে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভিতরে কর্তব্যরত কারারক্ষীদের মারধর ও জিম্মি করে পালানোর চেষ্টা করে। এ সময় কতিপয় কারাবন্দিরা কারা অভ্যন্তরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেইট ভাংচুর করে বের হয়ে ভবনের সিঁড়িতে লাগানো লোহার এঙ্গেল খুলে আক্রমনের হাতিয়ার তৈরি করে এবং অন্যান্য কারাবন্দিরা ভবনের লকআপ গেইট ভেঙ্গে ফেলে। এ সকল ভবনের কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। ঘটনার এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা এলার্ম বাজায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসলে অফ ডিউটিতে থাকা কারারক্ষীগণ কারা অভ্যন্তরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঐ সময় কারাবন্দিদের আক্রমে প্রায় ২৫ জন কারারক্ষী আহত হয়। এমতাবস্থায় দাঙ্গা-হাঙ্গামা চলাকালে কারাবন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে ঐদিন দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আনুমানিক ৫০,০০,০০০/= (পঞ্চাশ লক্ষ) টাকার পরিমান ক্ষতি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর হতে দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবের বিভিন্ন আভিযানিক দল উল্লেখিত জেল পলাতক কারাবন্দিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৩:৫৫ ঘটিকায় র‌্যাব-০৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৬ আগস্টে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকট পূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ভাংচুর ও কারারক্ষীদের মারধর করে জেল পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আমিনুল (৩৯), পিতা-আবুল বাসার সাং-বাগুটিয়া থানা-চৌহালী জেলা-সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী গত ২৫-২৬ ফেব্রæয়ারি ২০০৯ খ্রিঃ তারিখে পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় গ্রেফতার হয়। পরবর্তীতে বিজ্ঞ আদাল কর্তৃক উক্ত বিদ্রোহ ও হত্যা কান্ডের বিচারকার্য সম্পন্ন করতঃ আসামী আমিনুলসহ অসংখ্য আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। গত ০৬ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত সংকট পূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে আমিনুলসহ কারাগারের ভিতরে থাকা বেশ কয়েকজন কারাবন্দীরা মিলে পরস্পর যোগসাজেসে উক্ত কারাগারে ভাংচুর এবং কারারক্ষীদের মারধর ও জিম্মি করে কারাগার হতে পালিয়ে যায় বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর