রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতান শরীফ (৬৮)’কে প্রায় এক যুগ পর গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব-০২ এর সহযোগীতায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিআর নং-১৩/১৩ (গৌরনদী), দায়রা-৪৮১/১৩; উল্লেখিত হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থে দন্ডে দন্ডিত এগার বছর যাবৎ পলাতক আসামী সুলতান শরীফ (৬৮), পিতা-মৃত কালাচান শরীফ, সাং-সুন্দরদী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী মামলা রুজুর পর হতে দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর