রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ঐ এলাকার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অবৈধ ভাবে মেলা বসানো দখলকারি আরিফুর রহমান জানে আলম কে আজিমপুর থেকে সেনা সদস্যরা গ্রেফতার করেছে।
সোমবার রাত ১১,৩০ মিনিটের সময় আজিমপুর এলাকা থেকে তাকেগ্রেফতার করে সেনাবাহিনীর সদস্য্যরা
স্থানীয় সুত্রে জানা যায়, জানে আলম একজন চিহ্নিত চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে আজিমপুর এলাকার খেলার মাঠ দখল করে চাঁদাবাজি করছিল দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে।
এছাড়াও সে নিজেকে এলাকায় যুবদলের নেতা পরিচয় ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে
বিষয়ে প্রতিবাদ করলে সে স্থানীয় একাধিক ব্যক্তিসহ খেলার মাঠ দখল করে মেলা বসায়।
জানা যায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহীনির সদস্যরা তাকে আজিমপুর থেকে চক বাজার থানায় পুলিশের নিকট হস্তান্তর করেছে।