অদ্য ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৮:২৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় সন্দিগ্ধ প্রাইভেটকারটি র্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে প্রাইভেটকারের চালক গাড়ীটি থামায়। অতঃপর র্যাব সদস্যরা উক্ত প্রাইভেটকারের চালক’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করে যে, তার প্রাইভেটকারে গাঁজা আছে। পরবর্তীতে কর্তব্যরত র্যাব সদস্যরা স্থানীয় লোকজনদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর দেখানো ও বের করে দেওয়া উক্ত প্রাইভেটকারের পিছনে ডালার ভিতর থাকা ০১ টি কালো রংয়ের ট্রলি ব্যাগের ভিতরে রক্ষিত আনুমানিক ১৭,৪০,০০০/- (সতের লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্যমানের ৫৮ (আটান্ন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম সাব্বির(২০), পিতা-মোসলেম মিয়া, সাং-জানঘর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জ মডেলসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।