রাজধানীর লালবাগ এলাকায় বসবাসকারী ভিকটিম মোঃ হোসেন শুভ (৩৫) একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শুভর সাথে একই এলাকায় বসবাসকারী শাকিলের সাথে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২২/১২/২৪ তারিখ সকালে শুভ ব্যবসায়ীক কাজে ঢাকার লালবাগের নিজ বাসা হতে বের হয়ে নবাবগঞ্জ যায়। ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ২৩/১২/২৪ তারিখ মাঝরাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় ঢাকার লালবাগ থানাধীন নবাবগঞ্জ বড় মসজিদ সংলগ্ন মাজার গলিতে আসামী শাকিলসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জন আসামী শুভর পথ রোধ করে। এরপর ভিকটিম শুভর সাথে আসামী শাকিলের টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামী শাকিলের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে শাকিল ভিকটিম শুভর পেটে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় শুভ ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামী শাকিল সহ তার সঙ্গীয় অপরাপর আসামীরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শুভকে উদ্ধার করে একই তারিখ ভোর ০৪.০০ ঘটিকায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। গত ২৫/১২/২০২৪ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় মৃত ভিকটিম শুভরস বড় ভাই মুহাম্মদ শাহাদাৎ হুসাইন বাদী হয়ে ডিএমপি ঢাকার লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩, তারিখ-২৫/১২/২০২৪, ধারা-৩৪১/৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে শাকিলসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৮/১২/২০২৪ তারিখ আনুমানিক বিকাল ১৬:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তি সহায়তায় রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোঃ হোসেন শুভ হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ শাকিল (১৯),পিতা-মৃত আব্দুল সালাম,সাং-নবাবগঞ্জ পার্ক,থানা-লালবাগ,জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।