শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে মাদক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সম্পাদক,দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২৪/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২১.২০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর টু মাগুরাগামী মহাসড়কে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

অভিযানে প্রায় ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা- মৃত নুরুল আলম মজুমদার, সাং- রামগড়, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি এবং ২। মোঃ শিহাব (৩১), পিতা- মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং- ফুরসন্দী লক্ষীপুর, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১৬,১৫০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর