
১। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র্যাব প্রতিনিয়ত দেশব্যাপী গোয়েন্দা তৎপরতা, টার্গেটেড অপারেশন এবং দীর্ঘমেয়াদি নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি দক্ষ ও চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার ও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। অভিযানে প্রায় ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল করিম (৩৬), পিতা- মৃত আমির হোসেন, সাং- হাকিমপুর ক্লাবপাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ৪০,০৫০/- (চল্লিশ হাজার পঞ্চাশ) টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে বিভিন্ন উৎস থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে ০২ টি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪। মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া নেশামুক্ত সমাজ গঠন সম্ভব নয়। র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।