আজ রাত ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মডেল টাউনের একটি বহুতল ভবনের ৬ তলার একটি বাসায় চুরি করতে গিয়ে ধরা খেল এই চোরটি । এলাকাবাসী চোর টিকে ধরে মডেল টাউনের মালিক সমিতির নিকট সোপর্দ করেন । মালিক সমিতি কেরানীগঞ্জ মডেল থানায় খবর দিলে পুলিশ এসে চোর টিকে থানায় নিয়ে যায় । এলকা বাসী বলছে বেশ কিছুদিন ধরে এলাকায় চোরের উপদ্রপ বেড়েছে । প্রায়শই জানালার গ্রীল ভেঙ্গে এবং দরজার তালা ভেঙ্গে চুরি হচ্ছে মোবাইল , নগদ টাকা, দামী অলংকার সহ ইত্যাদি ।