রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

খুলনা-৬, কয়রা-পাইকগাছায় আ’লীগ প্রার্থী রশীদুজ্জামানের জয়লাভ 

কয়রা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান বিজয়ী হয়েছেন। কয়রা উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রের ফলাফলে রশীদুজ্জামান পেয়েছে ৩৭ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম পেয়েছেন ২২ হাজার ৩০ ভোট।

 

অপরদিকে পাইকগাছা উপজেলার ৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৫ হাজার ৭৪৬ ভোট ও ঈগল পেয়েছে ২৮ হাজার ২৩১ ভোট।

 

সর্বমোট ৫২ হাজার ৭৭০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।

 

এ ব্যাপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী মো. রশীদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের সরকারের অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে বিজয়ী করেছেন। আমি কয়রা পাইকগাছার সকলের কাছে চীর কৃতজ্ঞ। বিজয়ের আনন্দে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

যদি কেউ অতি উৎসাহী হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার সঙ্গে আমি থাকব না।’

 

এ সময় তিনি কয়রা পাইকগাছাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর