আজ সকাল ১০টায় ঢাকায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর এর আই ই ডি সি আর ভবনের কনফারেন্স রুমে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি ) এর Workshop on Existing AMC Services অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিধি ছিলেন এডিশনাল ডিরেক্টর জেনারেল ( এডমিনিষ্ট্রেশন ) প্রোফেসর ডাঃ আহমেদুল কবির , চেয়ারম্যান লাইন ডিরেক্টর , অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমেসি) ডাঃ আবু জাহের । এছাড়া ও সংশ্লিষ্ট পরিচালক , কর্মকর্তা , কর্মাচারী সহ গোপালগঞ্জ , মাদারীপুর , শরিয়াতপুর , ফরিদপুর , রাজবাড়ী জেলার সিভিল সার্জন , প্রত্যেক উপজেলার টিএইচও , জেলা এবং উপজেলা প্রেসক্লাবের সভপিতি , সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন । সম্প্রতি বাংলাদেশ সরকার এলেপতিক চিকিৎসার পাশাপাশি অল্টারনেটিভ চিকিৎসা হিসাবে ইউনানী আয়ুর্বেদীক , হোমিওপতি চিকিৎসার স্বীকৃতি প্রদান করে তার যথাযথ ব্যবহার ,সম্প্রচার সম্প্রসারণ এর উপর জোর তাগিদ দেওয়ায় এই ওয়ার্কসব এর আয়োজন করা হয় । এ সম্পার্কে সরকারের অগ্রগতি ভবিষ্যত পারিকল্পনা বিস্তারিত তথ্য প্রদান করা হয় । ইতিমধ্যে বাংলাদেশর বিভিন্ন জেলা উপজেলাতে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ( এএমসি) চিকিৎসক সহ জনবল নিয়োগ দিয়ে এই চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে ।