টুঙ্গিপাড়া হাসপাতালে এক সময় প্রতিদিন নরমাল ডেলিভারী , সিজারিয়ান , এপেনডিস , হার্নিয়া সহ বিভিন্ন ধরনের ওটি সেবা চালু ছিল । যার দ্বারা গরীব রোগীরা বিনা মূল্যে বা স্বল্পতম খরচে চিকিৎসা সেব পেত । যা তাদের জন্য অনেক উপকার হত । কিন্তু দীর্ঘদিন যাবৎ সেবা গুলো বন্ধ থাকায় গরীব রোগীদের বিভিন্ন ক্লিনিক এ গিয়ে ব্যয় বহুল সেবা নিতে বাধ্য হত । যা তাদের জন্য খুবই দুর্বিসহ । তবে আশার কথা এটাই যে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবার সিজারিয়ান সহ নরমাল ডেলিভারী চালু হয়েছে । যা গরীব রোগী তথা টুুঙ্গিপাড়া চিকিৎসা বঞ্চিত মানুষের আশার আলো যুগিয়েছে । এখন বন্ধের দিন ব্যতিত সপ্তাহের বাকী দিন গুলি সিজারিয়ান হয় । তাই শুক্রবার ব্যতীত প্রতিদিন গরীব রোগীরা বিনামুলে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সহ ভেলিভারী সুবিধা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।