গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ সকাল ১০:৩০ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনাম দূতাবাসের রাষ্ট্রদূত H. E. Mr. Pham Viet chien . শ্রদ্ধাঞ্জলী শেষে জাতির জনকের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন । মোনাজাত শেষে জাতির জনকের সমাধি সৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন । এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তন্ময় মন্ডল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন । এর পরি তিনি জাতির জনকের বাসভবন এবং পুরানো বাড়ি পরিদর্শন করেন।