১৭ আগষ্ট ২০০৫ সালের এই দিনে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলা বাদে ৬৩ জেলায় ৩০ মিনিটের ব্যবধানে সিরিজ বোমা হামলা করা হয় । বাংলাদেশের ৩০০ টি গুরুত্বপূর্ন স্থানে ৫০০ টি বোমা বিস্ফোরন ঘটানো হয় । এতে ২ জন নিহত সহ ২ শতাধিক আহত হয় । টুঙ্গিপাড়ায় এই দিনটিকে ঘিরে বিক্ষোপ মিছিল সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাটগাতী বাসস্ট্যান্ড হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বাইপাস দিয়ে উপজেলা চত্বর হয়ে টুঙ্গিপাড়া কেন্দ্রীয় আওয়ামী কার্যালয়ে গিয়ে বিক্ষোপ মিছিল শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি , সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ,সেখ শুকুর আলী , সাংগঠনিক সম্পাদক মোঃ ছামাদ বিশ্বাস , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস , টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি , সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক , টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস , সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন , জেলা পরিষদের সদস্য মোঃ এমদাদ বিশ্বাস , টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম সহ আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তাগন সিরিজ বোমা হামলায় দোষী ব্যাক্তিদের শাস্তি দাবী করে ভবিষ্যতে এধরনের ঘটনার যাতে আর কেই ঘটাতে না পারে তার জন্য সবাই শোচ্চার থাকতে বলেন এবং সাম্প্রতিক বরগুনায় ছাত্রলীগের উপর অমানবিক লাঠিচার্জ সহ স্থানীয় এমপি মহাদয়ের সহিত বিরুপ আচরনের জন্য দোষী পুলিশ কর্মকর্তাদের বিচার দাবী করেছেন ।